• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বিরল প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার, আটক ১


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৫:৫৭ পিএম
বিরল প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫টি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় অধিকারী (১৭) নামের এক কিশোরকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

নাজমুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তিনটি ককশিট কার্টুনের ভেতর থেকে চার প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধারের পর কাছিমগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।” 

Link copied!