• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

৪০ মণের ‘কালা মানিক’ নিয়ে বিপাকে খামারি


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ১০:১০ এএম
৪০ মণের ‘কালা মানিক’ নিয়ে বিপাকে খামারি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গাইবান্ধার পশুর হাটগুলোতে চলছে বেচাবিক্রির ধুম। ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের কাঙ্ক্ষিত কোরবানির পশু নিয়ে ফিরছেন বাড়িতে। গাইবান্ধায় পশুপালনকারীর নজরকাড়া গরুগুলো পেয়েছে নানান ধরনের চমকপ্রদ নাম।

এবার জেলার কোরবানির বাজারে সাড়া ফেলেছে সুন্দরগঞ্জের ‘কালা মানিক’। নামটি শুনতে চমকে যাওয়ার মতো। সিনেমার আদলে রাখা নামকরণের একমাত্র কারণ হলো গরুটির রং কালো।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের বাজারপাড়া নামক স্থানে মহব্বর হোসেন সরকারের পালন করা গরুটি প্রায় সাড়ে চার বছর বয়সী। এর ওজন ৪০ মণ। ১০ ফুট দৈর্ঘ্য ও ৭ ফুট উচ্চতার গরুটি দেখতে ছুটে যান অনেক মানুষ। গত ঈদে এর দাম হাঁকা হয়েছিল চার লাখ টাকা।

কৃষক মহব্বর হোসেন সরকার বলেন, “গরুটি বিক্রি নিয়ে অনেক চিন্তায় আছি। প্রতিদিন ৭০০ টাকার খাবার ও ১০০ লিটার পানি দিতে হয়। দামে বেশি হওয়ায় কেউ নিতে চাচ্ছে না। ১০ লাখ টাকা বিক্রি হলেও আমার সামান্য লাভ হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করীম বলেন, “এই খামারি আমার প্রডিউসার গ্রুপের সদস্য। আমরা তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছি। এটি কালো মানিক নামে এলাকায় বেশ পরিচিত। সুঠাম দেহের অধিকারী এই গরুটি নিয়ে খামারি বেশ চিন্তিত। গরুটি বিক্রির জন্য আমরা নানান ধরনের পদক্ষেপ নিয়েছি।”

Link copied!