• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

বরিশাল-ঢাকা রুটের ৪ লঞ্চের যাত্রা বাতিল


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৭:৩৬ পিএম
বরিশাল-ঢাকা রুটের ৪ লঞ্চের যাত্রা বাতিল

বরিশাল-ঢাকা রুটের চারটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রী সংকটের কারণ দেখিয়ে লঞ্চগুলো বাতিল করা হয়। এতে লঞ্চ চারটি শুক্রবার (৯ নভেম্বর) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিআইডব্লিউটি-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক মো. কবির বলেন, “যাত্রী সংকটের কারণে প্রিন্স আওলাদ, পারাবত ১৮, সুরভী ৭ ও সুন্দরবন ১১ লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা বাতিল করেছে। শুধু মাত্র পারাবত ১১ লঞ্চটি ঢাকায় যাত্রী পরিবহন করবে। ঢাকা থেকেও শুধু শুভরাজ লঞ্চটি বরিশালে যাত্রী পরিবহন করবে। এছাড়া ফারহান ৭ ঢাকা থেকে ঝালকাঠি যাবে বরিশাল ভায়া হয়ে।”

এদিকে, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুখ গণমাধ্যমকে বলেন, “সরকার বিএনপির সমাবেশ বাধাগ্রস্ত করতে নানা পন্থা নিচ্ছে। এর ধারাবাহিকতায় লঞ্চ বন্ধ করে দিয়েছে। তবে আমরা আগেই ঢাকা এসেছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!