ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দুলামিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী মালবাহী লরি ও ঢাকাগামী ইউনিক কোম্পানির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত যান দুটি মহাসড়ক থেকে সরিয়ে ফেনীর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় চারজনের লাশ উদ্ধার করে ফেনী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, হতাহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।