বাহুবলে বাস উল্টে নিহত ৪


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৮:১৫ এএম
বাহুবলে বাস উল্টে নিহত ৪

হবিগঞ্জের বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে বাস উল্টে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকার আব্দুল হামিদের ছেলে নাদিম হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের সারেরকোনা গ্রামের আব্দুস সালামের ছেলে এনজিওকর্মী জামাল মিয়া (৩৪) ও নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাও গ্রামের বাসিন্দা এমরান মিয়া (২৫)।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, বাহুবল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধারকাজে সহযোগিতা করেন স্থানীয়রা।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!