• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২, ০৯:৩০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

স্থগিতকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল ঠিক সেই পর্যায় থেকে শুরু করে পদ্ধতিগতভাবে আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারকে অনুরোধ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. মোতায়াক্কিল রহমান আগামী ১৪ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের নির্দেশনা সম্বলিত পত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

সীমানা জটিলতা নিয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার মো. শাহজাহান শেখের স্ত্রী শামীমা জাহান উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করলে নির্বাচন কমিশন গত ২৫ সেপ্টেম্বর নির্বাচন স্থগিত করে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!