• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র জব্দ


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৮:০০ পিএম
পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র জব্দ

পাবনার ফরিদপুর উপজেলায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের বর্শাজাতীয় দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ।

সোমবার দুপুরের এই ঘটনার পর থেকে ওই বাড়ির মালিক হেলাল তালুকদার (৪০) পালাতক রয়েছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানা পুলিশ উপজেলার পুঙ্গলী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত আক্কেল তালুকদার ছেলে হেলাল তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হেলাল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ হেলালের সেমি পাকা টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে ৯৫টি স্টিলের পাইপ দিয়ে তৈরি ফলা লাগান বর্শাজাতীয় দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

Link copied!