• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৮:৩৯ এএম
রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকল আরও ৩৭ রোহিঙ্গা

কক্সবাজার টেকনাফে অনুপ্রবেশের সময় ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের জাহাজপুড়া নৌ-ঘাট দিয়ে অনুপ্রবেশ করে তারা।

এদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চারজন পুরুষ রয়েছেন। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে স্বীকার করেছেন।

আটক রোহিঙ্গা এক নারী বলেন, “আমাদের আরাকান আর্মি অনেক নির্যাতন করছে, তাই জীবন বাঁচাতে চলে এসেছি। মিয়ানমারের দালালদের সঙ্গে কথা বলে ১৫ হাজার টাকা দিয়ে বোট যোগে আমরা এসেছি।”

টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালালেরা টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিয়ানমার থেকে নিয়ে আসেন। আজও বাহার ছড়া জাহাজ পুড়া এলাকা থেকে শিশুসহ অনেক অনুপ্রবেশ করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, রাতে দালালদের সহযোগিতায় ট্রলারে করে মিয়ানমার হতে শিশুসহ ৩৭ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!