• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

উখিয়ায় দুর্বৃত্তের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৯:৪৩ পিএম
উখিয়ায় দুর্বৃত্তের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় মৌলভী মো. ইউনুস ও মো. আনোয়ার নামের দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

নিহত মৌলভী মো. ইউনুস ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা মৌলভী সৈয়দ কাসিমের ছেলে ও ক্যাম্প -১৩ এফ ব্লকের নেতা (হেড মাঝি) মো. আনোয়ার।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

ফারুক আহমেদ জানান, একটি দুষ্কৃতকারীর দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -১৯  ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে দুইজন রোহিঙ্গা নেতাকে অতর্কিত অবস্থায় উপর্যুপরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হেডমাঝি আনোয়ার গুরুতর আহত হন। পরে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফারুক আহমেদ আরও জানান, দুষ্কৃতকারীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন -এর ফোর্স মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!