বরগুনার তালতলীতে নিজ বাড়ির পুকুরপাড় থেকে মারুফা আক্তার (১৫) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই ও সিআইডি টিম। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীর প্রেমিককে থানায় নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে তালতলীর ছোটবগী ইউনিয়নের বেথিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মারুফা আক্তার একই এলাকার মৃত হানিফ হাওলাদারের মেয়ে।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী ঠংপাড়ার যুবক হৃদয় পহলানের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তারা একটি বাগানে দেখা করতে গেলে স্থানীয়রা আটক করে। শুক্রবার দুই পরিবার আলোচনা করে বিষয়টি সমাধান করার কথা ছিল।
মারুফার বোন মারিয়া বলেন, “শুক্রবার সকালে পুকুরপাড়ে ফুল গাছে পানি দিতে গিয়ে লাশ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।”
মারুফার খালু আয়নাল হোসেন বলেন, “মারুফাকে হৃদয়ের চাচা ও ভাইয়ের কাছে জিম্মায় রাখা হয়েছিল। তারা হত্যা করে লাশ পুকুরপাড়ে রেখে গেছে।”
স্থানীয় ইউপি সদস্য এয়ানেত পিয়াদা বলেন, “ঠংপাড়া বাগান থেকে উভয়কে আটক করেন স্থানীয়রা। পরে হৃদয়ের বাড়িতে চাচা সোনা মিয়া ও বড় ভাই সোলেমানের কাছে ওই মেয়েকে জিম্মায় দেওয়া হয়। শুক্রবার একটা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।”
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডি টিম এসেছে। তারা তদন্ত করছে।”
তিনি আরও বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হৃদয় নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।”




































