• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

প্রেমিকাকে ধর্ষণের পর হাসপাতালে রেখে পালালেন যুবক


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ১২:৫৪ পিএম
প্রেমিকাকে ধর্ষণের পর হাসপাতালে রেখে পালালেন যুবক

মাদারীপুরে এক কিশোরীকে (১৭) পানির সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনার পর প্রেমিক নিজেই ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করে পালিয়ে যান।

সোমবার (৩ অক্টোবর) মাদারীপুর সদর থানায় ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। এর আগে রোববার এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম সজীব সরদার (২৩)। তিনি মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের স্বনির্ভর গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সজীবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সজীব কৌশলে ওই কিশোরীকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে নেশাদ্রব্য খাইয়ে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। একপর্যায় কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন পালিয়ে যান সজীব। ঘটনাটি জানাজানি হলে রাতেই ভুক্তভোগীর পরিবার ও সদর থানা-পুলিশ হাসপাতালে যায়।

ভুক্তভোগী কিশোরী বলেন, “রমজান মাসের কিছুদিন আগে এক আত্মীয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাই। সেখানে সজীবের সঙ্গে আমার পরিচয় হয়। প্রায় এক বছর ধরে সজীবের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সজীব কৌশলে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায় আমাকে। সেখানে সে আমাকে একটি বোতলে পানি খেতে দেয়। পানি পানের কিছু সময় পরই আমি অচেতন হয়ে যাই।”

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, “ঘটনা জানার পরে সদর হাসপাতালে আমাদের পুলিশ গিয়ে খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!