• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ০৬:১৫ পিএম
সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ৩৫ জন

নোয়াখালীতে গত দুদিনে বন্যাদুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

শনিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক রোগীদের পরিচয় জানাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত আট দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালী ঢুকে বন্যার সৃষ্টি হয়। এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে মানুষের স্বাভবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত দুই দিনে কবিরহাট ও সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  

আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ২৬ জন এবং শুক্রবার (২৩ আগস্ট) ৯ জন বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে আহত হন।

অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাইরে বের হয়ে আসছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Link copied!