কক্সবাজারে ডেঙ্গু কেড়ে নিল আরও একজনের প্রাণ


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৪:৫৮ পিএম
কক্সবাজারে ডেঙ্গু কেড়ে নিল আরও একজনের প্রাণ

কক্সবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নুরুল আবছার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল আবছার টেকনাফ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে বুধবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে স্থানীয় ৭৪১ এবং রোহিঙ্গা ১২ হাজার ৬৫৪ জন। মৃত্যু হয়েছে ২২ রোহিঙ্গাসহ ২৬ জনের।

জানা যায়, কক্সবাজারে চলতি বছরের শুরুর দিকে কিছু ডেঙ্গু রোগী দেখা গেলেও ভয়াবহ আকার ধারণ করে গত জুলাইয়ে। গত দুই মাসে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬১৯ জন ডেঙ্গু রোগী। যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকের অবস্থার অবনতি হয়েছে। এজন্য আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্নস্থানে জলাশয় ও নর্দমায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা থাকলেও সেগুলো ধ্বংসের উদ্যোগ নেই।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!