• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যারিস্টার সুমনের খেলা দেখতে মানুষের ঢল


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৮:৩২ এএম
ব্যারিস্টার সুমনের খেলা দেখতে মানুষের ঢল

ফরিদপুরে এসে সদলবলে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে ৪৩তম জন্মদিন উদযাপন করেছেন ফেসবুক সেলিব্রিটি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আর তার এ ফুটবল ম্যাচ দেখতে মাঠে হাজির হন প্রায় অর্ধ লাখ মানুষ।

মাঠের চারপাশ উপচেপড়া দর্শক অবস্থান নেন আশেপাশের ভবন, টিনের চাল ও উঁচু গাছে। একপর্যায়ে মাঠের দক্ষিণ পাশে একটি টিনের ঘরের চাল ধসে পড়ে দর্শকের চাপ সহ্য করতে না পেরে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করে আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশন।

খেলায় সিলেটের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ও চর সুলতানপুর উচ্চ বিদ্যালয় স্পোর্টিং ক্লাব অংশ নেয়। এতে উভয় দলে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় অংশ নেন।

খেলা শুরুর আগে উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার সুমন ফুটবলের প্রতি ফরিদপুরের মানুষের বিশেষ ভালোবাসার ভূয়সী প্রশংসা করে বলেন, “জন্মদিনে এই মাঠে এসে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত।”

ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহসিন বেগ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিন্টু মণ্ডল, ফুটবল ম্যাচের আয়োজক মুজাহিদ বেগ উপস্থিত ছিলেন।

আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোহসিন বেগ বলেন, “এলাকায় দীর্ঘদিন বড় পরিসরে এমন ফুটবল ম্যাচের আয়োজন করা হয় না। আমরা এলাকার যুব সমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রাখতে এ আয়োজন করেছি।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!