পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সদ্য বিদায়ী ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে করা ৫০ কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সশরীরে পাবনা জজকোর্টে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত দুই হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করে মামলা বিচারিক আদালতে পাঠান।
তার বিরুদ্ধে মামলাটি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয়।
২৪ মার্চ পাবনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১-এ তিনি মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক সাইফুল ইসলাম পাবিপ্রবির সাবেক ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে সমন জারি করেন।
একই আদালত বৃহস্পতিবার জামিন মঞ্জুর করেন। রোস্তম আলীর সঙ্গে উপস্থিত ছিলেন পাবিপ্রবির প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর হাসিবুর রহমান সিকিউরিটি অফিসার হাসিবুর রহমান প্রমুখ।




































