বরগুনা পৌর কাঁচাবাজার ও স্থানীয় খুচরা বাজারে আবারও কমেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ টাকা থেকে ১৮০ টাকা কমে এখন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বরগুনা পৌর কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের তুলনায় সব ধরনের কাঁচামালের দাম কমতে শুরু করেছে। বাজারে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, এগুলো বরগুনার বিভিন্ন উপজেলার কৃষকের উৎপাদিত পণ্য। এ মৌসুমের সবচেয়ে বেশি কাঁচা মরিচ ও অন্যান্য সবজি এসেছে তালতলী উপজেলা থেকে।
পাইকারি বিক্রেতারা সংবাদ প্রকাশকে বলেন, “বৃহস্পতিবার সকাল থেকে পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। অন্যান্য সব সবজি ৫০ টাকার নিচে রয়েছে। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ সবজি বাজারে সরবরাহ রয়েছে।”
বরগুনা জেলা কাঁচা বাজার কমিটির সভাপতি আল-আমিন সংবাদ প্রকাশকে বলেন, “এই অঞ্চলে মরিচের উৎপাদন ভালো হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এ জন্য খুচরা বাজারে কেজিতে ১৮০ টাকা দাম কমে ১২০ টাকার বিক্রি হচ্ছে।”



































