• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে চাঁদাবাজি, ভাইস চেয়ারম্যানের স্বামী আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৮:৪৮ এএম
আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে চাঁদাবাজি, ভাইস চেয়ারম্যানের স্বামী আটক
আটক হায়দার মোল্যা

ফরিদপুরের সালথা উপজেলায় এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্যা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক হায়দার মোল্যা সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী।

জানা যায়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে  আব্দুর রহমান নামের এক ভিক্ষুকের কাছ থেকে ২৫ হাজার ৫০০ টাকা নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা। পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেন তিনি।

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকি-ধামকির অভিযোগ এনে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুর রহমান। এজাহারে হায়দার মোল্যা ও মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। পরে এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আটকরে সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুর রহমান। এজাহার দায়েরের পরিপ্রেক্ষিতে হায়দার মোল্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!