প্রেমের ফাঁদে ফেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে এক কিশোরীকে (১৫) ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেই কিশোরীকে ঝিনাইদাহের বর্ডার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১০ আগস্ট) পাচারকারীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিজিবি ফতুল্লা মডেল থানা পুলিশকে ঘটনাটি জানালে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে উদ্ধার হওয়া কিশোরীসহ আটকদের গ্রেপ্তার করে ফতুলা থানায় নিয়ে আসা হয়।
এর আগে, সোমবার (৮ আগস্ট) দুপুরে ঝিনাইদাহের মহেশপুর থানার সীমান্তবর্তী এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধারসহ দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
রোববার (৭ আগস্ট) রাতে ওই কিশোরীর বাবা সোহেল বাদী হয়ে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করেন। গ্রেপ্তার দুই পাচারকারী হলেন মুন্সিগঞ্জ সদর থানার ভীটু হোগলা কান্দির মোক্তার হোসেনের ছেলে হাসান (১৮) ও চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গোয়ালঘরের শাহজাহানের ছেলে শামিম ওরফে রাকিব (১৮)। তারা উভয়েই উদ্ধার হওয়া কিশোরীর প্রেমিক রনির সহযোগী। আর উদ্ধার হওয়া কিশোরী দক্ষিণ সস্তাপুর এলকার এবলুম গার্মেন্টসে চাকরি করতেন।



































