জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোয়ামারী গ্রামের হামেদ আলীর বাড়ি থেকে সাতজন এবং খড়মা খানপাড়া গ্রাম থেকে চারজন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা পেশাদার জুয়াড়ি। দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের আটক করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, বুধবার (১০ আগস্ট) দুপুরে তাদের জুয়া আইনে মামলার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



































