• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

দেশীয় অস্ত্র ও বোমাসহ ৩ ডাকাত আটক


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৮:৩১ পিএম
দেশীয় অস্ত্র ও বোমাসহ ৩ ডাকাত আটক

পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে তিনটি হাত বোমা জব্দ করা হয়।

শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহলবিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মঙ্গলগ্রামের মহলবিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে শাকিল হোসেন, শামীম হোসেন এবং একই এলাকার হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। তিনজনের নামেই হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তাদের কাছ থেকে একটি ধারাল দেশীয় অস্ত্র ও তিনটি বোমা জব্দ করা হয়। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!