• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, সড়কে গেল ৩ প্রাণ


সাভার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৮:২৬ এএম
লেগুনা-মিনিবাসের সংঘর্ষ, সড়কে গেল ৩ প্রাণ

সাভারে লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয় যাত্রী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে সাভারের আশুলিয়া-সিঅ্যান্ডবি সড়কের কলমার অরুনাপল্লির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভার সদর ইউনিয়নের কলমা গ্রামের ইউসুফের ছেলে ফাহিম (২১), আল-মুসলিম কারখানার পোশাকশ্রমিক নাসির (৪৫) ও আশুলিয়ার আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে আশুলিয়া-সিঅ্যান্ডবির অরুনাপল্লির সামনে সাভার থেকে ছেড়ে আসা আশুলিয়াগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে সাভারগামী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৯ জন গুরুতর আহত হন। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিন যাত্রীকে মৃত ঘোষণা করেন।

সাভারের এনাম মেডিকলে কলেজ অ্যান্ড হাসপাতালের দায়িত্বরত ম্যানেজার ইউসুফ আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। তার মধ্যে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থার আশঙ্কাজনক বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় তিন যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Link copied!