রামুতে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৬:১৭ পিএম
রামুতে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে খুনিয়াপালং দরিয়ারদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান এ বিষয় নিশ্চিত করেন।  

গ্রেপ্তাররা হলেন, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়ার বশির উল্লাহর ছেলে নেওয়াজ শরীফ (২৬), মো. শরীফ ডালিম (২২) ও একই এলাকার এহসান উল্লার ছেলে মো. কাউছার (২৫)।

শামসুল আলম খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি মৌলভীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৮ লাখ ৬১ হাজার ৮০০টাকা জব্দ করা হয়। এ ঘটনায় রামু থানায় মামলা করা হয়েছে।” 

Link copied!