• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২,

বাঁশঝাড়ে মিলল নিখোঁজ শিশুর লাশ


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০২:৩৫ পিএম
বাঁশঝাড়ে মিলল নিখোঁজ শিশুর লাশ

সিলেট নগরীর হাওলাদার পাড়ায় নিখোঁজের ৫০ ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তিন বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ পাওয়া গেছে তার বাড়ির পাশের বাঁশঝাড়ে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে।

ওই শিশুর স্বজনরা জানান, শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে স্বজনরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। দুই দিন পর বাঁশঝাড়ে তার লাশ পাওয়ায় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে ওই পরিবারে শোকের মাতম চলছে।

এর আগে শিশু রাহুলের নিখোঁজের ঘটনায় গত শনিবার থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রি রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদার পাড়া কালীবাড়ির বাবুল দাসের কলোনিতে বসবাস করেন।

এ ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করেছে পুলিশ।

Link copied!