• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২২, ০৯:১১ পিএম
বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

কক্সবাজারের টেকনাফে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। হতাহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম।

নিহতরা হলেন সিএনজিচালক মামুন (২৫) ও যাত্রী জয়নাল আবেদীন (৩৬)। আহতরা হলেন আবছার (২৮), যোবায়ের (২৩) এবং বাকি একজনের নাম পাওয়া যায়নি। তারা সকলেই টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার ঝিমনখালী গ্রামের বাসিন্দা।

হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, টেকনাফ হাইওয়েতে কক্সবাজারগামী ‘এ সালাম’ এসি বাস টেকনাফমুখী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি দুটি জব্দ করে এবং স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আহতদের হাসপাতালে পাঠায়।
 

Link copied!