• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৪, ০১:৪৫ পিএম
একরাতে কবরস্থান থেকে ১৮ কঙ্কাল চুরি

মানিকগঞ্জে কবরস্থান থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।  শিবালয় উপজেলার একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। 

শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে কবরস্থানে গিয়ে বিষয়টি টের পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এর আগেও মানিকগঞ্জের আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

Link copied!