• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সোনারগাঁওয়ে শতভাগ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১ 


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৪:৩৬ পিএম
সোনারগাঁওয়ে শতভাগ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১ 

সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা ক্রমাগত বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় শতভাগ করোনা রোগী শনাক্ত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার সাহা এ তথ্য জানান।

পলাশ কুমার সাহা জানান, ২৪ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে ২৪ জনের দেহেই ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০০ শতাংশ। সুস্থ হয়েছেন ৫১ জন। এছাড়া উপজেলার হাবিবপুর এলাকায় ৬৫ বছরের একজন পুরুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭২২ জন। মৃত্যুবরণ করেছেন ৪৭ জন ও সুস্থ হয়েছেন ১৪৪২ জন।
 

Link copied!