• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

১৫০ কেজি ঝাটকা ইলিশ পাঠানো হলো এতিমখানায়


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:০৮ পিএম
১৫০ কেজি ঝাটকা ইলিশ পাঠানো হলো এতিমখানায়

গোপালগঞ্জের বড় বাজারে অভিযান চালিয়ে ১৫০ কেজি ঝাটকা ইলিশ জব্দ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দকৃত ঝাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে জেলা মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দীর নেতৃত্বে জেলার বড় বাজারে অভিযান চালিয়ে এই ঝাঁটকা জব্দ করা হয়।

মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, “২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ ঝাঁটকা বলে বিবেচিত। এই ঝাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুত করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা গোপালগঞ্জ বড় বাজারের বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে প্রায় দেড়শ কেজি ঝাঁটকা জব্দ করেছি। এসময় মজুত রাখা ওই সকল আড়তগুলোকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত সকল ঝাটকা স্থানীয় কোর্ট মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। আগামীতেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”  

Link copied!