মাছ ধরতে গিয়ে মেকানিকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:১৭ এএম
মাছ ধরতে গিয়ে মেকানিকের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার তেওতা জমিদার বাড়ি কাছে যমুনায় এ ঘটনা ঘটে। 

নিহত বক্কর ওই এলাকার ষাইটঘর তেওতা গ্রামের মনছের মোল্লার ছেলে। তিনি এক সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্কর বিকালে তেওতা জমিদার বাড়ির কাছে যমুনায় জাল দিয়ে মাছ ধরতে যায়। নদীতে জাল ফেললে জালের সাথে তিনিও পানিতে পড়ে যান। পানির স্রোতে ডুবে গেলে তার সাথে থাকা সবাই অনেক চেষ্টার পর পাড়ে তুলতে সক্ষম হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে মাছ ধরার সময় জালের দড়ি হাতের সাথে বাঁধা ছিল বক্করের। জাল ফেলার সময় তিনি নদীতে পরে ডুবে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে একজন ইলেকট্রনিকস মেকার ছিলেন।

Link copied!