১১ মামলার আসামি গ্রেপ্তার


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৫:২৫ পিএম
১১ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে চিহ্নিত অস্ত্র ও মাদক কারবারি শহীদুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদ ওই এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মধ্যম রামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ি থেকে মাদক, অস্ত্র ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ও এজহার নামীয় আসামি শহীদকে আটক করা হয়।

ফেনীস্থ র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটক শহীদের বিরুদ্ধে ফেনী ও আশপাশের থানাগুলোতে ১১টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় সে সাজাপ্রাপ্ত হয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Link copied!