• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুফুর বাড়ি যাওয়ার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ০১:০১ এএম
ফুফুর বাড়ি যাওয়ার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে ফুফুর বাড়ি যাওয়ার সময় বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

নিহত লামিয়া উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর বড় বিলা গ্রামের লালচাঁন মিয়ার মেয়ে। লামিয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।  

নালিতাবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে পাহাড়ি ঢলের বন্যায় লাল চাঁনের বাড়ি প্লাবিত হয়। বাড়ির পেছনের কাঁচা রাস্তাতেও বানের পানি ওঠে। আজ সকালে শিশু লামিয়া তার দুই সহপাঠীকে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। এসময় বাড়ির পেছনের ভাঙা রাস্তা পারাপারের সময় তিনজনই রাস্তায় জমে থাকা পানি ভর্তি গর্তে পড়ে যায়। পরে শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। এ সময় অপর দুই শিশু অক্ষত থাকলেও লামিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে করা হবে বলে জানান ওসি বছির আহমেদ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!