• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০৩:৩৫ পিএম
রাজশাহীতে ২৮ দিনে বিএনপির ১৩শ’ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহীতে ২৮ অক্টোবরের পর থেকে শনিবার (২৫ নভেম্বর) পর্যন্ত ১৩শ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী জেলা ও নগরীর বিভিন্ন থানায় নতুন ও পুরোনো মিলিয়ে ৪০টি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে দাবি করেছে দলটি।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এসব তথ্য জানিয়েছেন।

মিজানুর রহমান মিনু বলেন, “রাজশাহী মহানগর ও জেলা শান্তির নগরী। বিএনপি গণতান্ত্রিকভাবে আন্দোলন করে। আমরা রাজশাহী মহানগর ও জেলাসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সকলের মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি, সরকারের সুবুদ্ধির উদয় হবে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটাধিকার প্রয়োগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, হত্যা, গুম, খুন, নির্যাতন নিপীড়ন বন্ধ করে জনগণের দাবির মুখে পদত্যাগ করে দেশে শান্তি ফিরিয়ে আনবে।”

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির বনবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!