• ঢাকা
  • শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২, ২০ সফর ১৪৪৬

স্ত্রী ও ২ সন্তানকে শেষ করে দেওয়ার পর নিজের আত্মহত্যা, চিরকুটে যা লিখে গেলেন মিনারুল


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ১১:০২ এএম
স্ত্রী ও ২ সন্তানকে শেষ করে দেওয়ার পর নিজের আত্মহত্যা, চিরকুটে যা লিখে গেলেন মিনারুল
ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় ঋণের দায়ে এবং খাবারের অভাবে দুই সন্তানসহ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে পারিলা ইউনিয়নের বামনশেখর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন মিনারুল ইসলাম, মনিরা বেগম, শিশু মিথিলা খাতুন ও মাহিম। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

এতে মিনারুল লিখেছেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলেমেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”

পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’

উদ্ধার হওয়া চিরকুটটির সত্যতা নিশ্চিত হওয়াসহ পুরো ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Link copied!