টাঙ্গাইলের বাসাইল পৌর শহরে গোয়ালঘর থেকে গরু বের করে জবাই করে মাংস নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা। শনিবার (১ মার্চ) গভীর রাতে বাসাইল পৌরসভার কাটাখালী পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গরুর মালিক রুবেল খান বলেন, “শনিবার ৯০ হাজার টাকা দিয়ে ১টি গরু কিনে বাড়িতে নিয়ে আসি। রাত ১২ টার সময় গরু দেখে শুয়ে পড়ি। সেহেরির সময় আমার ভাই গোয়াল ঘরে গিয়ে দেখে গরু নাই। তখন আশপাশে গরু খুঁজতে থাকি। পরে সকালে জমির আইল দিয়ে গরুর পায়ের দাগ দেখে ঘটনাস্থল আসি। যেখানে তিনটি গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। আমার একটি ষাঁড় গরু ছাড়াও আরও দুইজনের একটি করে দুইটি গাভি চুরি হয়েছে।“
গরুর মালিক ফজলু খান বলেন, “শখ করে দুই মাস আগে ৫০ হাজার টাকা দিয়ে গাভিটি কিনেছিলাম। গাভিটি পাঁচ মাসের গর্ভবর্তী ছিল। এখন আনুমানিক এক লাখ টাকা বিক্রি করা যেত। রাত ১২টা পর্যন্ত গরু গোয়াল ঘরেই ছিল। পাশের বাড়িতেই গরুর চুরি হয়েছে শুনতে পাই। তারপর আমাদের গোয়াল ঘরে দরজার তালা কাটা ও গরুর সঙ্গে থাকা শিকলও কাটা দেখতে পাই। পরে অনেক খোঁজাখুজি করি। সকালে বাসাইল পশ্চিম পাড়া কবরস্থানের পাশে গিয়ে দেখি সেখানে গরু জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।”
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, “গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



































