• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৯:২৪ পিএম
কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার তুলাতলী আমবাগান এলাকা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩ কিমি বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া উপজেলার রাজাপালং ইউপির তুলাতুলী আমবাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল এক লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি আরও জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!