• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

‘৫০ রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে’


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২১, ০৬:১২ পিএম
‘৫০ রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে’

রেলপথ সচিব মো. সেলিম রেজা বলেছেন, “মুজিববর্ষে সারা দেশে ৫০টি রেলস্টেশনকে আধুনিকায়ন করা হবে।”

বুধবার (১১ আগস্ট) দুপুরে জামালপুরে রেলপথ ও রেলজংশনের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেলপথ সচিব এ কথা বলেন।

সেলিম রেজা বলেন, “জামালপুর রেলওয়ে জংশনকে অত্যাধনিক সুযোগ-সুবিধা সম্পন্ন করে রেলযাত্রীসেবার মান বাড়ানো হবে। বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রেলপথকে আরও উন্নত করে যাত্রী চলাচলে নিরাপদ রেলযাত্রা নিশ্চিত করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মুখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলা নির্বাহী লিটুস লরেন্স চিরান, ঠিকদার মির্জা মাসুদুর রহমান।

পরে রেলপথ সচিব দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদঘাট পরিদর্শনে যান। এর আগে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সেলিম রেজার আগমনে ফুলেল শুভেচছা জানান জেলা প্রশাসক মুর্শেদা জামান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!