• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ১০:০৪ এএম
২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জন মারা গেছেন।

শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৬ জন। বাকি ১২ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং করোনা নেগেটিভ হয়ে ৫ জন মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, মৃতদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৭ জন নারী। মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর ৬ জন এবং নাটোরের ৪ জন, নওগাঁ ও পাবনার তিনজন করে ৬ জন। এ ছাড়া একজন করে মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়া জেলার।

Link copied!