জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২৫) নামের এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) সকালে তার নিজের ঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লিটন মিয়া সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, লিটন মিয়া সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটেলে কর্মচারীর কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ আগস্ট) রাতে লিটন কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে কর্মস্থলে না গেলে হোটেলের মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে যান। সেখানে হাত-পা বাঁধা অবস্থায় লিটনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।