• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০১:২৫ পিএম
হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ ঘোষণা
ফাইল ফটো

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা’। গত তিন বছর এটি ‘ত্বারতীলুল কোরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা নামে অনুষ্ঠিত হলেও এবার নাম পরিবর্তন করা হয়েছে। এবারের আয়োজন ব্যতিক্রমধর্মী ও চমকপ্রদ রাখা হচ্ছে বলে জানা গেছে।

সোমবার (৫ ডিসেম্বর) প্রতিযোগিতা শুরু হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন আলোর পথিক সমাজ সংঘের সদস্যরা।

চাঁদপুরের মতলব উত্তর এনায়েতনগর সাহেব বাজার/শহীদ লেয়াকত সরকার বাজারে বাদ আসর আলোর পথিক সমাজ সংঘের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ীদের মাঝে মূল্যবান পুরষ্কার প্রদান করা হবে।

এতে বিচারক থাকবেন, পি এইচ পি কোরআনের আলোর বিচারক হাফেজ ক্বারী মুহাম্মদ তাসনীম আমিন ও হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক, ফুলছোয়া মাদ্রাসা।

আয়োজকরা জানিয়েছে, ছাত্রদের সুপ্ত প্রতিভার বিকাশ করাই প্রতিযোগিতার মূল আকর্ষণ। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ ও দেশের বাইরে থেকেও ক্বারীদের নিয়ে আসার লক্ষ্য আছে। তাই আগামীতে আরও বড় ও প্রাণবন্তু আয়োজন করার চিন্তা রয়েছে।

অনুষ্ঠানে ২টি ইভেন্ট থাকবে।

ইভেন্ট -১ (মূল):
ক গ্রুপ: ৫ পারা (যে কোনো পারা থেকে ক্রমানুসারে) প্রতিযোগীর বয়সসীমা ১১ বছর।

খ গ্রুপ: ২০ পারা (যে কোনো পারা থেকে ক্রমানুসারে)
প্রতিযোগীর বয়সসীমা ১৪ বছর।

ইভেন্ট -২ (ঐচ্ছিক):

* ইসলামিক কুইজ উপস্থিত জনসাধারণের জন্য (মাদরাসার শিক্ষক ও ছাত্র ব্যতীত)।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!