সুনামগঞ্জে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মৃত ব্যবসায়ীর নাম নুর আলম (২৮)। জেলার সুনামগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে তিনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নুর আলম বুধবার (২৮ জুলাই) রাতে ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একা ঘুমিয়ে পড়ে। কারণ তার স্ত্রী ও সন্তানরা শ্বশুর বাড়িতে থাকেন।
আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে অনেক ডাকাডাকি করেও ব্যবসায়ী নুর আলমের কোনো সাড়া না পেয়ে অবশেষে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিছানায় মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী নুর আলমের লাশ উদ্ধার করে।
নুর আলমের ছোট ভাই সুজন মিয়া বলেন, মামলা মোকদ্দমা ও পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা ঘরের জানালা দিয়ে ঢুকে নুর আলমকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে গেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, আমরা এর সুবিচার চাই।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, নুর আলমের লাশের পাশে একটি ওড়না পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে এব্যাপারে তদন্ত চলছে।