• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০২:৫৩ পিএম
সিলেটে করোনায় আরও ৫ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১১।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদন এসব তথ্য জানা গেছে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৭ জনের দেহে। মোট শনাক্তের সংখ্যা ৫৩ হাজার ৫৯৫।

জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের শরীরে করোনা ধরা পড়ে। এই ৯৭ জনের মধ্যে ৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ১২, হবিগঞ্জের ১২ এবং মৌলভীবাজারের ২৫ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত ৫৩ হাজার ৫৯৫ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ হাজার ৯৮৪, সুনামগঞ্জে ৬ হাজার ১৬৮, হবিগঞ্জে ৬ হাজার ৫৩৫ এবং মৌলভীবাজারে ৭ হাজার ৮৮২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩৮১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৯৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১০৫, হবিগঞ্জের ১৪ ও মৌলভীবাজারে ৬৩ জন রয়েছেন।

একই সময়ে বিভাগে মারা যাওয়া ৫ ব্যক্তির সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১১১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯২০, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৭ এবং মৌলভীবাজারে ৭২ জন মারা গেছেন।

অপর দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ২১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৭৯ জন, সুনামগঞ্জের হাসপাতালে ১৯, হবিগঞ্জের হাসপাতালে ১৬ ও মৌলভীবাজারের হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন।
 

Link copied!