• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

শিশুর জন্মনিবন্ধন করলেই উপহার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১১:২৮ এএম
শিশুর জন্মনিবন্ধন করলেই উপহার

নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সনদ করলেই মিলছে উপহার। পৌর মেয়র ব্যক্তিগতভাবে প্রতি শিশুর জন্য নগদ পাঁচশ টাকা উপহার হিসেবে দিচ্ছেন। উপহার পেয়ে খুশি নবজাতক শিশুর পরিবার।

পৌরসভা সূত্রে জানা যায়, নাগরিকদের শিশুর জন্মনিবন্ধনে উদ্বুদ্ধ করতে মেয়র নিজস্ব অর্থায়নে উপহার ঘোষণা করেন। বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানের জন্মনিবন্ধন করছেন। 

উপহার পেয়ে শিশুর পিতা শাহীন আলম জানান, নিজ তাগিদেই সন্তানের জন্মনিবন্ধন সনদ করাতে এসেছিলেন। এ সময় মেয়রের পক্ষ থেকে ৫০০ টাকা উপহার পেয়ে বেশ ভালো লাগছে তার।

পৌর সচিব জালাল উদ্দিন বলেন, “লকডাউনের মধ্যেও অভিভাবকরা প্রতিদিনই তাদের সন্তানদের জন্মনিবন্ধন করাতে আসছেন। জন্মনিবন্ধন কার্ডের সঙ্গে নগদ টাকা উপহার হিসেবে পেয়ে খুশি নবজাতকের বাবা-মা।”

বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন বলেন, “গ্রিন ও ক্লিন পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে আমি পৌর নির্বাচনে অংশ নিয়েছিলাম। বর্তমানে আমি আমার নির্বাচনী ইশতেহারের সেসব প্রতিশ্রুতি পূরণ করার জন্য কাজ করছি। উপহারের টাকাটা বড় কিছু না, সাধারণ মানুষকে উৎসাহিত করতেই এ উপহার দিচ্ছি।”

Link copied!