• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মুজিববর্ষের ঘর নির্মাণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১, ০৮:০৯ পিএম
মুজিববর্ষের ঘর নির্মাণে অনিয়ম, প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে মুজিববর্ষের ঘর নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তারই প্রতিবাদে বুধবার (৮ সেপ্টেম্ভর) দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

পৌরশহরের ট্রাফিক পয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুল করিম, ছাত্রলীগ নেতা সিদ্দিকী মামুন, সফি উদ্দিন ফাহিম, জালু মিয়া, আশাহাদুল হক, আবু হাসনাত, ছায়ারুন বেগম, মুক্তিযোদ্ধা নিচরব আলী, আব্দুর রশিদ, মন্তাজ আলী, আব্দুর রহিম, সোনাহর আলীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তাদের অভিযোগ, ঘর নির্মাণের এক বছর না যেতেই ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। কোনো কোনো ঘরের বারান্দা ইতিমধ্যে ধসে পড়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, “যে ঘরগুলো নিয়ে অভিযোগ করা হয়েছে সেগুলো প্রথম দিকে তৈরি করা হয়েছিল। এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Link copied!