• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬
করোনা

মমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ১০:২৩ এএম
মমেক হাসপাতালে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), গৌরীপুরের আমেনা খাতুন (৬০)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি হলেন জামালপুর সদরের নুরুন্নাহার (২৬)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন করোনা শনাক্ত হয়েছেন।

Link copied!