নাটোরের বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে শোকজ করেছেন উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশ পাঠিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার চাঁন্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা এলাকায় এক সভায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর)আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের গাড়ী দেখা মাত্র পুড়িয়ে দেওয়ার হুমকি দেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, “আমি শোকজ নোটিশ পাই নাই। আমি জেলা কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে থাকায় উপজেলা আওয়ামী লীগ আমাকে শোকজ করতে পারে না।”
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, “সিদ্দিকুর রহমান পাটোয়ারী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য সে। বিষয়টি লিখিতভাবে আমরা কেন্দ্র, জেলা ও স্থানীয় ভাবে জানিয়েছি।”