• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১২:৪০ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন পাপ্পু (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পাপ্পু জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের চিকসা গ্রামের সামছুল হকের ছেলে।

সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় পাপ্পুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা বাজার সংলগ্ন নদীর ঘাটে একটি ইঞ্জিনের নৌকা মেরামত করার সময় তোফাজ্জল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই তোফাজ্জল হোসেনের লাশ উদ্ধার করে। 

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন সাংবাদিকদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

Link copied!