কোপা আমেরিকার ফাইনালে প্রিয় দলের জয় নিয়ে বাজি ধরেছিলেন কুড়িগ্রামের ৩ ব্রাজিল সমর্থক। দল হারায় বাজি শর্ত মতে মাথা ন্যাড়া করতে হল সেই তিন সমর্থকের।
রোববার (১২ জুলাই) সকালে ফাইনাল খেলা শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিতের পরপরই ব্রাজিলের তিন সমর্থকের মাথা ন্যাড়া করে দেন আর্জেন্টাইন সমর্থকরা। জেলা সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামে ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ীতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক দুই দলের মধ্যে ফাইনালকে কে জিতবে সেই নিয়ে আগাম শুরু হয় বসচা। এক পর্যায়ে ছয় সমর্থক ধরেন বাজি। প্রিয় দল হারলে মাথা ন্যাড়া করবেন তারা। যেই কথা সেই কাজ। রোববার সকালে ফাইনাল খেলা শেষে আর্জেন্টিনার জয় নিশ্চিতের পরপরই ব্রাজিলের তিন সমর্থকের মাথা ন্যাড়া করে দেন আর্জেন্টাইন সমর্থকরা।
অন্য সমর্থকরা জানান, শনিবার রাতে কথার এক পর্যায়ে তর্ক-বিতর্কে লিপ্ত হন আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা। আর কোন কথা নয়। সোজাসুজি ধরা হয় বাজি। হয়ে যায় সমর্থিত প্রিয় দল হারলে মাথা ন্যাড়া করার মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ফাইনাল খেলা শেষে তিন ব্রাজিলিয়ান সমর্থকের এ অবস্থা।