ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা ও উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ২ জন রয়েছেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মৃতদের মধ্যে ফরিদপুর সদরের দুজন এবং গোপালগঞ্জ সদরের দুজন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুরে মোট মৃত্যুর সংখ্যা ৫১৫। করোনা শনাক্তের সংখ্যা ২১ হাজার ১২২। জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬২ নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে শনাক্ত ২৩ জনের মধ্যে আলফাডাঙ্গায়, বোয়ালমারী, মধুখালী ও চরভদ্রাসনে একজন, সদরপুর ও সালথায় তিনজন করে আক্রান্ত এবং ফরিদপুর সদরে ১৪ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, “করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৫৯ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৫ জন।”