• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

প্রেমিকের সঙ্গে অভিমান, নারী পুলিশের আত্মহত্যা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৯:৪৪ পিএম
প্রেমিকের সঙ্গে অভিমান, নারী পুলিশের আত্মহত্যা

বগুড়ার শেরপুর উপজেলায় ছুটিতে বাড়ি এসে বিষপান করে রহিমা খাতুন (২০) নামের এক নারী পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। রহিমা খাতুন বগুড়ার শেরপুর থানার চণ্ডিশ্বর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। কক্সবাজার ৮ আর্মড ব্যাটালিয়ন পুলিশে (এপিবিএন) কর্মরত ছিলেন।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ সকাল সাড়ে ১১টায় দিকে বিষ পান করে।

জানা গেছে, ১০ দিনের ছুটি নিয়ে রহিমা খাতুন গত ৫ জানুয়ারি শেরপুরে গ্রামের বাড়িতে আসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রহিমা খাতুন বাড়িতেই বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রহিমা খাতুন মারা যান। তার চাচা রুবেল মিয়া জানান, একই ব্যাটালিয়নে কর্মরত পুলিশ কনস্টেবল হৃদয়ের সঙ্গে রহিমার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমঘটিত বিষয়ে তাদের মধ্যে ঝামেলা হলে রহিমা বিষপান করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!