• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

পবিত্র কোরআন নিয়ে টিকটক, তিনজনকে গণধোলাই


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২১, ০৭:৫৪ পিএম
পবিত্র কোরআন নিয়ে টিকটক, তিনজনকে গণধোলাই

নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র কোরআন নিয়ে টিকটক করার সময় তিন যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে নরসিংদীর মনোহরদীর মজিদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (২৩), মেহেরপুরের গাংনীর নয়াপাড়া এলাকার বশির আলী বিশালের ছেলে মো. সোহেল (১৩) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের রাহেদুল ইসলামের ছেলে মো. রিয়াদ (১৩)। তাদের কাছ থেকে একটি নূরানী কোরআন শরীফ ও একটি অ্যান্ড্রয়েড সিস্টেম মোবাইল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বন্দর থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই শাহআলম জানান, মঙ্গলবার বিকেলে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার বিআইডব্লিউটিসির ভাসমান ডকইয়ার্ডের সামনে অভিযুক্তরা নদীতে পবিত্র কোরআন শরীফ ছুড়ে ফেলে অ্যান্ড্রয়েড মোবাইলে টিকটক ভিডিও তৈরি করছিল। এ সময় স্থানীয় আবু সুফিয়ান, সোহেল ও রিয়াদকে পবিত্র কোরআন শরীফসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পবিত্র ধর্ম গ্রন্থ অবমাননার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

Link copied!