• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ১১:৪৫ এএম
পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে বেড়েছে ভাঙন

রাজবাড়ী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড এবং সদরের মিজানপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় পদ্মার ভাঙনের কবলে পড়ে প্রায় ৫০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মার পানি কমার সঙ্গে সঙ্গে এই নিয়ে এক সপ্তাহের ব্যবধানে নদীর ডান তীর রক্ষা প্রকল্পে তৃতীয়বারের মতো ভাঙন দেখা দিয়েছে।

এর ফলে বেশ কয়েকটি বসতভিটা ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে আরও ৫০-৬০টি বসতভিটা।

শুক্রবার (১ অক্টোবর) বেলা ৩টা থেকে শুরু হয়েছে এই নদীভাঙন।

ভাঙন এলাকায় গিয়ে দেখা যায়, নদী পারের মানুষের মধ্যে বিরাজ করছে ভাঙন আতঙ্ক। তাদের ব্যস্ততা এখন ঘরের আসবাব অন্যত্র সরিয়ে নেওয়ার। একই সঙ্গে তাদের মধ্যে শোক এবং ক্ষোভ বিরাজ করছে।

পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম ব্যাপারী বলেন, “আমার দীর্ঘদিনের বসতভিটা আজ নদী ভাঙনের কবলে পড়েছে। বাড়ির আসবাব দ্রুত অন্যত্র সরিয়ে নিছি। ঘরটাও ভেঙে নিছে কিছুটা আর বাকিটা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে।”

আরেক বাসিন্দা আয়নাল শিকদারের বক্তব্য একই রকম। আয়নাল বলেন, “ভাঙনের ফলে হুমকির মুখে পড়েছে আমার বসতভিটা। দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। আমরা জানি না এরপর কোথায় থাকব? কী খাব?”

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর জানান, পদ্মায় পানি কমার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে প্রচণ্ড ঢেউয়ের। ফলে বেড ম্যাটিরিয়াল সরে গিয়ে ওপরের সিসি ব্লকগুলোও দেবে গিয়ে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনকবলিত স্থানে ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে।

Link copied!